সমাজকর্ম – তৃতীয় পত্রক বিভাগ – অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী১. প্রশ্ন সামাজিক নীতির সংজ্ঞা দাওউত্তর সামাজিক নীতি হলো আইন প্রশাসনিক নির্দেশনা এবং এজেন্সির বিধান দ্বারা প্রতিষ্ঠিত যেসব মূলনীতি কার্যপ্রণালী ও কর্ম সম্পাদনের উপায় সেগুলো মানুষের কল্যাণ কে প্রভাবিত করে।২. প্রশ্ন সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া দুটি ধাপ লিখউত্তর ক নীতি প্রণয়নের অনুভব প্রয়োজন খ কমিটি গঠন।৩. প্রশ্ন সামাজিক নীতি দর্শন কি?উত্তর সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা ।৪. প্রশ্ন জাতীয় শিক্ষা নীতি কত সালে প্রণীত হয়উত্তর 2010 সালে।৫. প্রশ্ন উপানুষ্ঠানিক শিক্ষা কি?উত্তর উপানুষ্ঠানিক শিক্ষার প্রাথমিক শিক্ষার পরিপূর্ণ ব্যবস্থা এর মাধ্যমে যে সকল শিশু কিশোর বিদ্যালয় ভর্তি হতে পারে না বা ঝরে পড়ে যায় তারা মৌলিক শিক্ষা লাভ করবে এবং কিছু ব্যবহারিক শিক্ষা পাবে তারা প্রয়োজনে বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন ।৬. প্রশ্ন জনসংখ্যা নীতির স্লোগান কি?উত্তর দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় ।৭. প্রশ্ন সর্বপ্রথম কোন গ্রন্থে পরিকল্পনার ধারণা পাওয়া যায়?উত্তর প্লেটোর পাবলিক গ্রন্থে পরিকল্পনা ধারণাটি পাওয়া যায় ।৮. প্রশ্ন কর্মসূচির পরিকল্পনা কি?উত্তর পরিকল্পনা হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের সচেতন আসন্ন কার্য সম্পাদনের দিকনির্দেশনা ।৯. প্রশ্ন বিশ্বের কোন দেশের সর্বপ্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়?উত্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি সর্বপ্রথম বিংশ শতাব্দীর প্রথমার্ধে রাশিয়াতে উদ্ভব হয় ।১০. প্রশ্ন পরিকল্পনার অর্থসংস্থানের বৈদেশিক উৎস কি?উত্তর এক বিদেশি সাহায্য যেমন ঋণ অনুদান কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা এবং দুই বিদেশি পুঁজি বিনিয়োগ ।১১. প্রশ্ন ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কত??উত্তর তিন বছর ।১২. প্রশ্ন বাংলাদেশের এনজিও সমূহ সরকারের কোন দপ্তরের অধীনে রেজিস্ট্রি ভুক্তউত্তর এনজিও বিষয়ক ব্যুরো ।ডিগ্রি ২য় বর্ষ সমাজকর্ম সাজেশনস ২০২০১৩. প্রশ্ন শ্রমকল্যাণ কি?উত্তর শ্রমকল্যাণ হচ্ছে মজুরির বাইরে শ্রমিকদের বুদ্ধিবৃত্তিক ও সামাজিক উন্নয়নে প্রাপ্য শিল্পের জন্য অপরিহার্য নয় ।১৪. প্রশ্ন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য সংখ্যা কত?উত্তর 82 জন ।xx
No comments:
Post a Comment