সৃজনশীল পরীক্ষায় ভালো মার্কস তোলার কিছু শর্টকাট কৌশল - শিক্ষা সেবা

সর্বশেষ তথ্য

Post Top Ad

বিজ্ঞাপনের বিস্তারিত জানতে প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক করুন

বিজ্ঞাপন

বিস্তারিত জানতে প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক করুন

Tuesday, November 19, 2019

সৃজনশীল পরীক্ষায় ভালো মার্কস তোলার কিছু শর্টকাট কৌশল


creative-question (সৃজনশীলে ভালো মার্ক তোলার কৌশল)

প্রিয় ছোট ভাই বোনেরা, কি খবর তোমাদের? পরীক্ষার তো অার বেশি দেরী নেই। খুব চিন্তিত নাকি? চিন্তিত হবে এটা স্বাভাবিক। তবে দুঃশ্চিন্তার কিন্তু কোনো কারণ নেই। অাজ যে বিষয়ের ওপর লিখব সেটা এস এস সি এবং এইচ এস সি উভয়দের জন্য খুবই গুরুত্বপুর্ণ।অাজ তোমাদের জন্য লিখব কিভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর করে বেশী বা মনের মতো মার্ক তোলা যায়। কারণ তোমাদের অনেকেরই অভিযোগ যে সৃজনশীল পরীক্ষায় ভালো মার্ক পাওয়া যায় না। অামি কিন্তু এটা মোটেও বিশ্বাস করি না। কারণ একটু কৌশল অবলম্বন করলেই অল্প লিখেই বেশি মার্ক তোলা যায়। তাছাড়া বেশি লেখার মতো সময়ও তোমার হাতে নেয়।
যাই হোক এখন মূল কথায় অাসি আমরা দেখব কীভাবে লিখলে সৃজনশীল পরীক্ষায়  বেশি মার্ক তোলা যায় !
প্রথমে অামরা একটা সৃজনশীল পরীক্ষায় প্রশ্নের মানবণ্টন দেখে নেই।যদিও সকলের জানাই অাছে।
সৃজনশীলে ৪টি অংশ প্রশ্ন ভাগ করে নম্বরও ভাগ করা থাকে।
(ক=১+খ=২+গ=৩+ঘ = ৪) =মোট ১০
এখন অাসি উত্তরগুলো কিভাবে লিখবে হবে…

★জ্ঞানমুলক

প্রথমেই “ক” নং প্রশ্নের উত্তর। এখানে কিছু বলার নেই। ১ মার্কের জ্ঞানমূলক উত্তর দিতে হবে। বইতে হুবহু উত্তর পাবে।

★অনুধাবন

এবার হলো “খ” নং প্রশ্ন। যেখান থেকে মুলত ভয়ের শুরু। তবে সত্য বলতে ভয়ের কিছুই নেই। “খ” নং এর উত্তর ২টা ভাগে বিভক্ত। জ্ঞান এবং অনুধাবন। প্রথমে ১ লাইনে জ্ঞানমুলক উত্তর দিতে হবে। অার পরে সর্বোচ্চ ৩/৪ লাইনে অনুধাবন অর্থাৎ ব্যাখ্যা দিতে হবে। যেমনঃ প্রশ্ন-  “ও রকম মেয়েলি বিনয়” বলতে কি বোঝো? জ্ঞান:”ও রকম মেয়েলি বিনয়” বলতে বিনয় প্রদর্শন করতে গিয়ে দুর্বলতার প্রকাশ বোঝায়। এই টুকু উত্তর করলে তোমাকে ১ মার্ক দেবে।অার এর পর ৩/৪ লাইনের ভিতর বিস্তারিত লিখতে হবে। ব্যাস তোমাকে ২ মার্ক দিতে বাধ্য।

No comments:

Post a Comment

Post Top Ad