ভর্তি পরীক্ষা ভালো করার ৯টি মূলমন্ত্র

তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেবে তারা একটু মনোযোগ দিয়ে লেখাটা পড়। বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভর্তি পরীক্ষা কে পরীক্ষা না বলে ভর্তি যুদ্ধ বলা চলে। আর সেই যুদ্ধের যোদ্ধা তুমিও। তাই তোমাকে সঠিক রন কৌশলে আগাতে হবে। একজন যোদ্ধা যেমন শুধু ভালো অস্ত্রের দ্বারা যুদ্ধে সফল হয়না ঠিক সেভাবেই শুধু তোমার পড়ালেখার প্রিপারেশন দিয়েই ভালো কিছু করবে এ ধারনাও যুক্তিযুক্ত নয়।তাই যতটুকু পড়েছো ঠিক ততটুকুই যাতে কাজে লাগাতে পারো সে লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।
পরীক্ষার আগের রাতে প্রয়োজনীয় কাগজ পত্রগুলি চেক করে ফাইলে উঠাও। আগের রাতে বেশি প্যাড়া না নেয়াই ভালো। কারন যা তুমি ২ বছরে করনাই ১ রাতে শেষ করবা তা তুমি কিভাবে আশা কর? তার চেয়ে ভালো ভালো আশা করে ঘুমাতে যাও এতে আর কিছু না হোক ভয় টা থাকবেনা
☑ পরের দিন যতটা সম্ভব আগে আগে পরীক্ষা স্পটে হাজির হও। তাইলে তোমার সহ যোদ্ধাদের দেখলে বুঝতে পারবে তারা এলিয়েন না তারাও মানুষ। আর পরীক্ষার হলে আগে পৌছালে তুমি পরীক্ষার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে পারবে। পরীক্ষার সময়টুকু ভালো কাটবে। বিশ্বাস না হলে পরীক্ষা শুরুর ৫ মিনিট পরে হলে ঢুকে দেখো বুকের ধুকপুকানি তে নিজের রোল নাম্বার টাও ভুল দাগাবে।
☑ রোলের কথা যেহেতু চলেই আসলো সেহেতু এটা নিয়ে কথা আগাই। উত্তরপত্র পাবার পর সবার আগে রোল নাম্বার টা ফিল-আপ করো। আর বাদ বাকি ইনফো গুলাও ঠিক ভাবে বসাও। কারন এগুলা ভুল গেলে ১০০% মার্কেও তোমার সিরিয়াল আসবেনা।
☑ প্রশ্ন হাতে পাবার পর ভেবে নাও তোমার হাতে অনেক সময় আছে। তাই বেশি তাড়াহুড়ো না করে প্রশ্ন টা এপিট-ওপিঠ দেখে নাও। এবার শুরু থেকে শুরু করবা না শেষ থেকে শুরু করবা তোমার বিষয়।
No comments:
Post a Comment