সকল শিক্ষা বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২০ পোস্টে আপনাকে স্বাগতম, আজ ৩১ মে রবিবার বেলা ১১ টার পর প্রকাশ করা হবে ২০২০ সালের মাধ্যমিক/ এসএসসি রেজাল্ট। এছাড়া মাধ্যমিক ফলাফল ২০২০ সহ সমমানের দাখিল ফলাফল ২০২০ এবং ভোকেশনাল ফলাফল ২০২০ প্রকাশিত হবে। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার— এবং জিপিএ-৫ পেয়েছে — জন শিক্ষার্থী । গতবার ছিলো ৮২ দশমিক ২০ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিলো ১ লাখ ০৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী।
দুপুর ১১ টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেইসবুক লাইভে এসে ফলাফলের বিস্তারিত তুলে ধরে ব্রিফিং করবেন।দেশের ইতিহাসে এবার প্রথম, রেজিস্ট্রেশনকৃত মোবাইলের মেসেজে রেজাল্ট দিবে সকল বোর্ড। তার জন্য আপনাকে প্রাক-নিবন্ধন করতে হবে। নিচে মোবাইলে রেজাল্ট দেখার অংশে দেখুন কিভাবে রেজিস্ট্রেশন করবেন।
এবার এসএসসি রেজাল্ট পাশের হার অনেক বেশি ।
২টি মাধ্যমে আপনারা রেজাল্ট দেখতে পারেন
রেজাল্ট দেখতে
১ম লিংকে ক্লিক করুন দেখতে পারেন http://www.educationboardresults.gov.bd/
দুইনাবার লিংক থেকে আপনারা প্রতিষ্ঠান পুরা রেজাল্ট নিতে পারেন অর্থাৎ একটি প্রতিষ্ঠানের সকল ছাত্রদের রেজাল্ট একসাথে নিতে এখানে ক্লিক করুন
টেলিটক সিম থেকে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে নিচের নির্দেশনা অনুসরন করুন
ম্যাসেজ দিয়ে এসএসসি রেজাল্ট
ম্যাসেজ দিয়ে এসএসসি ফলাফল জানা যায়। কারণ প্রত্যেক মোবাইল কোম্পানী এই সুবিধা প্রদান করেন। সরকারি টেলিফোন কোম্পানি টেলিটক এতে সাহায্য করেন। ফল পাওয়ার এটাও একটি বড় মাধ্যম বা উপায়। এজন্য নামে বোর্ডের নামের শর্টকোড। আপনাদের সুবিধার্থে তা ছকের মাধ্যমে তুলে দেয়া হলো ।
ফাস্ট ম্যাসেজে লিখতে হবে এক্সাম নেম বা পরীক্ষার নাম, যেমন-SSC। বোর্ড নেম বা বোর্ডের নাম, যেমন- DHA। পরীক্ষার রোল নং, যেমন- 118599। এক্সাম ইয়ার বা পরীক্ষার বছর, যেমন- ২০২০।
For Example- SSC<Space>Board Name<Space>Roll No.<Space>Exam Year and Send Message 16222
as Like- SSC DHA 118599 2020 and Send Message 16222
No comments:
Post a Comment