১. ঢাকা কলেজ
২. ইডেন মহিলা কলেজ
৩. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
৪. কবি নজরুল কলেজ
৫. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
৬. মিরপুর সরকারি বাঙলা কলেজ
৭. সরকারি তিতুমীর কলেজ।
বিভিন্ন ইউনিটের আবেদন যোগ্যতা
| ইউনিটের নাম | আবেদন যোগ্যতা |
| ক ইউনিট – বিজ্ঞান | এসএসসি ও এইচএসসি সমন্বয়ে (৪র্থ বিষয়সহ) জিপিএ-৭ |
| খ ইউনিট- কলা ও সমাজবিজ্ঞান | এসএসসি ও এইচএসসি সমন্বয়ে (৪র্থ বিষয়সহ) জিপিএ-৬ |
| গ ইউনিট- ব্যবসায় শিক্ষা | এসএসসি ও এইচএসসি সমন্বয়ে (৪র্থ বিষয়সহ) জিপিএ-৬.৫ |
ভর্তি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ তথ্য
| পরীক্ষার সময় | ১ ঘন্টা |
| পরীক্ষার পদ্ধতি | MCQ |
| লিখিত পরীক্ষার নম্বর | ১২০ মার্ক |
| জিপিএ নম্বর (এসএসসি +এইচএসএসি) | ৮০ মার্ক |
| মাধ্যম | বাংলা ও ইংরেজী উভয়ই |
| পাশ নম্বর | ৪৮ (আলাদাভাবে পাস করতে হবে না) |
| নেগেটিভ মার্কিং | নেই |
| কোথায় ভর্তি পরীক্ষার সীট পড়বে | ঢাবি এলাকায় । |
- যে কোনো একটা কলেজে আবেদন করতে পারবেন
ভর্তি পরীক্ষার বিষয় ভিত্তিক মানবন্টন
ব্যবসায় শিক্ষাবাংলা (আবশ্যক) (২০x১.২০) ২৪ ইংরেজি (আবশ্যক) (২০x১.২০) ২৪ হিসাববিজ্ঞান (আবশ্যক) (২০x১.২০) ২৪ ব্যবসায় শিক্ষা (আবশ্যক) (২০x১.২০) ২৪ মাকেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং (আবশ্যক) (২০x১.২০) ২৪ মোট ১২০ মানবিকবাংলা ৩০ ইংরেজি ৩০ সাধারণ জ্ঞান* ৬০ *সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশও আন্তর্জাতিক ঘটনা এবং মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিদ্যা, রাজনীতি, অর্থনীতি,ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, ধর্ম ইত্যাদি বিষয়ক প্রশ্ন থাকবে। বিজ্ঞান বিভাগভর্তি পরীক্ষার প্রশ্ন উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচি অনুযায়ী হবে এবং প্রত্যেক প্রার্থীকে পদার্থ ও রসায়নসহ মােট ৪টি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি বিষয়ের জন্য মােট নম্বর ৩০।ঢাবি ৭ কলেজ কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট বিজ্ঞপ্তি

No comments:
Post a Comment