কলেজে ভর্তির মাইগ্রেশন ও ৩য় মেধা তালিকার ফলাফল দেখুন। - শিক্ষা সেবা

সর্বশেষ তথ্য

Post Top Ad

বিজ্ঞাপনের বিস্তারিত জানতে প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক করুন

বিজ্ঞাপন

বিস্তারিত জানতে প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক করুন

Saturday, March 7, 2020

কলেজে ভর্তির মাইগ্রেশন ও ৩য় মেধা তালিকার ফলাফল দেখুন।

college_admission_3rd-merit-list
সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির  ২য় মাইগ্রেশন ও ৩য় মেরিট লিষ্টের আবেদনের ফলাফল ২৫ জুন ২০১৮ তারিখ প্রকাশ করা হবে।

কলেজ ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ 

২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন : ২২ থেকে ২৩ জুন ২০১৮ পর্যন্ত। (মাইগ্রেশন প্রাপ্ত আবেদনকারীকে পুনরায় নিশ্চায়ন ফি প্রদান করতে হবে না)
৩য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ২৪ জুন
পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশন ও ৩য় পর্যায়ে আবেদনের ফল প্রকাশঃ ২৫ জুন ২০১৮
৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ২৬ জুন ২০১৮  পর্যন্ত
ভর্তির সময়সীমাঃ ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত
ক্লাশ শুরুর তারিখঃ ০১ জুলাই ২০১৮
কলেজে ভর্তির মাইগ্রেশন ও ৩য় মেধা তালিকার ফলাফল
[iframe src=”http://result.xiclassadmission.gov.bd/board/viewResult” width=”100%” height=”500″]
[button color=”blue” size=”medium” link=”http://” icon=”” target=”false” nofollow=”false”]Reload/Again Search [/button]
কলেজ ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণ, প্রকাশ এবং মাইগ্রেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ।
        • মোট ৩ (তিন) টি পর্যায়ে ফলাফল প্রদান করা হবে এবং প্রাথমিক নিশ্চায়ন সাপেক্ষে সর্বোচ্চ ২(দুই) বার স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন প্রক্রিয়া চালনা করা হবে। প্রতি পর্যায়ে পছন্দক্রমানুযায়ী অটোমাইগ্রেশন হবে এবং মাইগ্রেশন সর্বদাই পছন্দক্রমানুসারে উপরের দিকে যাবে।
    • একজন শিক্ষার্থী তার আবেদনের সময় দেয়া কলেজ পছন্দক্রম ও এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল, কোটা ইত্যাদির ভিত্তিতে শুধুমাত্র ১টি কলেজেই সিলেকশন পাবে।
    • নির্বাচিত শিক্ষার্থী নিজেই অনলাইনে বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ১৮৫/- টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করবেন। উল্লেখ্য যে, প্রত্যেক নির্বাচিত শিক্ষার্থীকে অবশ্যই ১৮৫/- টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে। অন্যথায় শিক্ষার্থীর মনোনয়ন ও আবেদন বাতিল হবে। এমন শিক্ষার্থী ইচ্ছা করলে পরবর্তী পর্যায়ের জন্য আবেদন ফি জমা দিয়ে নতুন আবেদন করতে পারবে।
    • যে সকল শিক্ষার্থী আবেদনকৃত কোন কলেজেই সিলেকশন পাবে না তারা পুনরায় আবেদন ফি ব্যতীত এবং যারা ইতিপূর্বে কোন কলেজেই আবেদন করে নাই তারা আবেদন ফি জমা সাপেক্ষে আবেদন করতে পারবে।
  • ফলাফল প্রক্রিয়াকরণের পর নির্দিষ্ট তারিখে শিক্ষার্থীদেরকে এসএমএস -এর মাধ্যমে ফলাফল জানানো হবে এবং একই সাথে এসএমএস-এ একটি গোপনীয় Security Code  প্রদান করা হবে। এই Security Code টি চুড়ান্ত ভর্তি নিশ্চায়নের জন্য সংরক্ষণ করতে হবে। তাছাড়াও শিক্ষার্থীরা ভর্তির ওয়েবসাইট http://www.xiclassadmission.gov.bd/ থেকে ভর্তির বিস্তারিত ফলাফল জানতে পারবে।
উল্লেখ্য, মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের পুনরায় নিশ্চায়ন ফি প্রদান করতে হবে না।
কলেজে ভর্তির গুরুত্বপূর্ণ লিংকসমূহ

No comments:

Post a Comment

Post Top Ad