আলিম রেজাল্ট ২০১৯ (মার্কশীট সহ) । মাদ্রাসা বোর্ড

আলিম রেজাল্ট ২০১৯ ফলাফল প্রকাশিত হবে ১৭ জুলাই ২০১৯ দুপূর ২ঃ০০ নাগাদ।অফিশিয়াল ওয়েবসাইট www.educationboardresults.gov.bd. এ প্রকাশিত হলে আপনি মার্কশীট সহ আপনার আলিম ফলাফল ২০১৯ দেখতে পারবেন এখান থেকে। আসুন দেখে নেয়া যাক যেভাবে আপনি দেখতে পারবেন আলিম রেজাল্ট মার্কশীট সহ।
আলিম রেজাল্ট ২০১৯
আপনি ৪ টি মাধ্যমে আপনার আলিম ফলাফল টি পেতে পারেন।তবে প্রচুর পরিমান ওয়েব ট্র্যাফিক থাকার কারনে আপনি কিছুটা বিড়ম্বনার শিকার হতে পারেন ফলাফল পাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাকে রেজাল্ট পাবার সকল কার্যকরী মাধ্যম জেনে রাখা অতীব জরূরী।
আপনি যে ৪ টি মাধ্যমে আপনার আলিম ফলাফল টি পেতে পারেন –
- ইন্টারনেট
- আপনার শিক্ষা প্রতিষ্ঠান
- এসএমএস এর মাধ্যমে
- মোবাইল এপ্লিকেশন এর মাধ্যমে
ইন্টারনেটে আলিম রেজাল্ট ২০১৯ দেখুন
ইন্টারনেটের মাধ্যমে আলিম রেজাল্ট পেতে হলে আপনার যা যা করনীয়ঃ-
- এই লিংকটিতে যান www.educationboardresults.gov.bd.
- “Examination” অপশন থেকে সিলেক্ট করুন “HSC /Alim”
- পরীক্ষার বছর হিসেবে সিলেক্ট করুন ২০১৯।
- শিক্ষা বোর্ড হিসেবে সিলেক্ট করুন “মাদ্রাসা বোর্ড”
- রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট দিন
- রিক্যাপচা কোদ যেটা আপনাকে প্রদর্শন করা হয়েছে সেটা ইনপুট দিন
- সাবমিট বাটনে ক্লিক করে জেনে নিন আপনার কাঙ্ক্ষিত আলিম ফলাফল ২০১৯
বিঃদ্রঃ প্রচুর পরিমান ট্র্যাফিক থাকার কারনে কিছুটা বিলম্বের শিকার হতে পারেন।
এসএমএস এর মাধ্যমে আলিম রেজাল্ট ২০১৯ দেখুন
প্রথমেই আপনার ফোনের মেসেজ অপশনে যেয়ে টাইপ করুন নিচে লেখা এসএমএস টি। এক্ষেত্রে আপনি যেহেতু আলিম রেজাল্ট চান সেহেতু আপনাকে অবশ্যই MAD লিখতে হবে।এটা দ্বারা মাদ্রাসা বোর্ড বুঝায়।আপনার আলিম পরীক্ষার রোল নাম্বার টাইপ করুন আপনার পরীক্ষার বছর ২০১৯ দিয়ে ১৬২২২ ন্মবারে সেন্ড করুন। এসএমএস চার্জ প্রযোজ্য।
Alim<Space>MAD<Space>your Alim roll number<Space>2019
and send it to 16222
No comments:
Post a Comment