আইএইচটি ও মেডিক্যাল এ্যাসিসটেন্ট ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০. মেডিক্যাল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (MATS) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজি (IHT)-তে ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি গত ১৫ মে ২০১৯ স্বাথ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd এ প্রকাশ করা হল । ম্যাটস ও আইএইচটি ভর্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হল ।
আইএইচটি ও মেডিক্যাল এ্যাসিসটেন্ট ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০
সরকারী/বেসরকারী ইনষ্টিটিউটে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীর জন্য ২০১৯ – ২০২০ ইং শিক্ষা বর্ষে মেডিক্যাল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (MATS) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজি (IHT) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ কিরা হয়েছে ।২০১৯-২০২০ ইং শিক্ষা বর্ষে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বাগেরহাট, কুষ্টিয়া, নােয়াখালী, সিরাজগঞ্জ, টাংগাইল, কুমিল্লা, ফরিদপুর, ঝিনাইদহ ও সাতক্ষীরায় অবস্থিত ৯টি মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (MATS)-এ ৩ (তিন) বৎসর মেয়াদী কোর্স + ০১ (এক) বৎসর ইন্টার্নশীপ সহ ডিপ্লোমা কোর্স এবং ১৩টি ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজি (IHT) ঢাকা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ঝিনাইদহ, সিলেট, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনােলজী-জামালপুর, গােপালগঞ্জ ও গাজীপুরে ৩ (তিন) বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনােলজি কোর্সের বিভিন্ন অনুষদে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য বির্ণিত শর্তাবলীসহ দরখাস্ত আহবান করা হচ্ছে।
| গুরুত্বপূর্ণ তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| আবেদন শুরু : ২১ মে ২০১৯
আবেদন শেষ : ১৮ জুন ২০১৯
প্রবেশ পত্র ডাউনলােড : ০৪-০৭-২০১৯ থেকে ০৯-০৭-২০১৯ইং পর্যন্ত।
ভর্তির আবেদন ফি ৭০০/- টাকা
আবেদনের যোগ্যতা
২০১৫ থেকে ২০১৯ ইং সনে এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ এবং নুন্যতম জিপিএ ২.৫ (পয়েন্ট) প্রাপ্ত হতে
হবে। জীববিজ্ঞান বিষয় হিসাবে অবশ্যই থাকতে হবে। ভর্তি পরীক্ষার সেন্টার কোড
প্রার্থী আবেদনের সময় যে কোন একটি সেন্টার কোড সিলেক্ট করতে পারবে এবং সে সেন্টারেই তার ভর্তি পরীক্ষায় সীট পড়বে ।
ভর্তি পরীক্ষার বিষয়াবলী
প্রত্যেক প্রার্থীকে এসএসসি সিলেবাস অনুযায়ী ১০০ (একশত) নম্বরের এক ঘন্টা লিখিত পরীক্ষায় (বাংলা-১৫, ইংরেজী- ১৫, অংক-১৫, পদার্থ- ১৫, রসায়ন- ১৫, জীববিজ্ঞার- ১৫, সাধারন জ্ঞান-১০) অংশ গ্রহন করতে হবে। লিখিত পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এবং উত্তর পত্র OMR মেশিনে দেখা হবে। MATS এবং IHT উভয় ক্ষেত্রেই ভর্তি পরীক্ষার ফলাফলের সহিত এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA এর ২০ গুন যােগ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে। অর্থাৎ এসএসসি GPA X ২০ + লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর । কোন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না ।
ম্যাটস আসন সংখ্যা
বিভিন্ন ম্যাটস-এ মােট আসন সংখ্যা: ৮১৮ । প্রশাসনিক বিভাগীয় (Divisional) কোটার ক্ষেত্রে প্রতিটি ম্যাটসে ১৫% আসন মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে বিভাগীয় (Division) কোটা বা মহিলা সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারণ মেধা তালিকা হতে ঐ আসনগুলি পূরন করা হবে। উপজাতি কোটার ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা ও ভর্তি পরীক্ষা একই হবে। উপজাতীয় প্রার্থীতার স্বপক্ষে গােত্র প্রধান ও জেলা প্রশাসক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র ভর্তির সময় জমা দিতে হবে।
|

No comments:
Post a Comment